প্রতিষ্ঠান পরিচিতি

বিস্মিল্লাহির রাহমানির রাহীম

মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়

প্রতিষ্ঠান পরিচিতি

সংগ্রহে মোহাম্মদ আলী (প্রধান শিক্ষক)

 

ভূমিকা : জাতীয় উন্নয়ন তরান্বিত করার জন্য শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জ্ঞানদক্ষতা কাঙ্খিত জীবন লাভের জন্য সমাজ এবং জাতীর জীবনে শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এতদসত্যেও বর্তমান বিশ্বে লক্ষ লক্ষ মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত। শিক্ষার অভাবেই বিশেষতবাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো জাতীয় উন্নয়ণের গতিকে এগিয়ে দিতে পারছেনা। সাম্প্রতিক কালে বৈজ্ঞানিককম্পিউটারকারিগরি প্রযুক্তিগত পর্যায়ে অভাবনীয় অগ্রগতি হওয়া সত্বেও সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পাইনাদী অধ্যুষিত বৃহত্তম অঞ্চলে স্বাধীনতার ১৯ (উনিশবৎসর পরেও কোন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় নাই। অত্র অঞ্চলের শিক্ষা দরদী জনগন দেরীতে হলেও বুঝতে সক্ষম হয়েছেন যেসভ্যতার ইতিহাস প্রমাণ করেছে যুগে যুগে দেশে দেশে শিক্ষা মানুষকে সত্যিকার মর্যাদা দিয়েছে এবং জীবনকে পরিপূর্ণতা দান করেছে। আমাদের সংবিধানে শিক্ষা একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তাই অত্র অঞ্চলের সাধারণ জনগণের দীর্ঘদিনের চাহিদা পূরণের লক্ষে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ অনেক মিটিংআলোচনাপর্যালোচনার পর অনেকটা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত হয়ে মিজমিজি পাইনাদী অঞ্চলের সংগম স্থল পাইনাদী গ্রামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। তখন অত্র অঞ্চলে তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়দুইটি মাদ্রাসাদুইটি কিন্ডার গার্টেন স্বাধীনতার উত্তর কাল হইতে নিবু নিবু আলো বিকিরন করতেছিল।

বিদ্যালয়ের লেখাপড়া কার্যক্রমের সূচনা : ২৬-১২-৮৯ইং তারিখে বিকাল .০০ ঘটিকার সময় বিদ্যালয় পরিচালনা আহবায়ক কমিটির একসভা বিদ্যালয় পরিচালনা আহবায়ক কমিটির আহবায়ক জনাব মোঃ মুজিবুর রহমান সাহেবের সভাপতিত্বে বিদ্যালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ০৬-০১-৯০ইং তারিখ হতে বিদ্যালয়ের ক্লাশ (লেখাপড়ার কাজআরম্ভ করার সিদ্ধান্ত গৃহিত হয়। সেই মতে সুনির্দিষ্ট নির্ধারিত সময় হতে বিদ্যালয়ের ক্লাশ যথাসময়ে আরম্ভ হয়।

 

মিজমিজি পাইনাদী রেকমত আলী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় প্রথম আনুষ্ঠানিক উদ্যোগ  মিজমিজি পাইনাদী অধ্যুষিত এলাকায় তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়দুইটি সিনিয়র মাদ্রাসাদুইটি কিন্ডার গার্টেন স্কুল স্বাধীনতা পরবর্তীকালে শিক্ষার আলো ছড়াচ্ছিল। অত্র এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাকল্পে ১৫-১২-১৯৮৯ ইং তারিখ বিকাল .০০ টার সময় মিজমিজি বাসস্ট্যান্ড সংলগ্ন জাগরনী সংসদে এক জরুরী সভায় বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোঃ মুজিবুর রহমান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মিজমিজি পাইনাদী এলাকার কেন্দ্রস্থলে ১৯৯০ সনের ১লা জানুয়ারি তারিখের মধ্যে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন এবং ক্লাশ শুরু করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।

মিজমিজি পাইনাদী রেকমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম আনুষ্ঠানিক উদ্বোধনঃ ১লা ফেব্রুয়ারী ৯০ইং তারিখে আয়োজিত এক আড়ম্বর সভার মাধ্যমে মিজমিজি পাইনাদী রেকমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান বিদ্যালয়ের সম্মুখস্থ পূর্ব পাশের মাঠে সৌরভে গৌরবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় মিজমিজি পাইনাদী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষিত হয়। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন যিনি ইতিপূর্বে অত্র এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত কয়েকটি আলোচনা সভায় বলেছিলেন যেমিজমিজি পাইনাদী এলাকায়যে কোন স্থানে লা জানুয়ারি ১৯৯০ইং তারিখে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হবে।

মিজমিজি পাইনাদী রেকমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল এই দেশের অতীত ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যেটোলমক্তবমাদ্রাসাপাঠশালাপ্রাথমিক বিদ্যালয় যাহাই হোক না কেনএগুলো গড়ে তোলা রক্ষনাবেক্ষণের ব্যাপারে স্থানীয় জনগনই প্রধান ভূমিকা পালন করেছেন। তারা প্রমাণ রেখেছেনএকটি গতিশীল সমাজের প্রাণকেন্দ্র সংশ্লিষ্ট এলাকার শিক্ষালয়। বিভিন্ন দেশের শিক্ষার ইতিহাস এই কথাই সাক্ষ্য দেয় যেশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ব্যবস্থাপনা স্থানীয় জনগনের উদ্যোগসমর্থন এবং তত্ত্বাবধান ছাড়া সম্ভব নহে। মুসলমানগন শিক্ষা দীক্ষায় পশ্চাদপদ হওয়ার কারণে শিক্ষা বিস্তারে তেমন ভূমিকা পালন করতে পারে নাই। ফলশ্রুতিতে মুসলমানদের নামে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে নাই। ভারত বিভক্তির পরই মুসলিম সমাজে লেখাপড়ার কদর বৃদ্ধি পায়।

১৯৮৯ইং সনের শেষ সূর্য অস্তমিত হয়ে নতুন বৎসরের সূর্য উদয়ের সাথে সাথে বাংলাদেশের শিক্ষা বিস্তারের ইতিহাসে এক মাইলফলক অধ্যায়ের সূচনা ঘটল তা হল এককালের প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত সিদ্ধিরগঞ্জ থানাধীন কুলকুল নদ প্রবাহিত কালের স্বাক্ষর বহনকারী শীতলক্ষ্যা নদী বিধৌত জনপদ পাইনাদী মিজমিজি গ্রামের সংগমস্থল যার আয়তন .৭০ বর্গ কি.মি এবং জনসংখ্যা প্রায় ৩৬৫৯২ জন। যেখানে এক অজপাড়া গাঁয়ের উৎপাদনশীল ধানের ফসলী জমিতে বাঁশ সিমেন্টের খুটিটিনের চৌচালা সমন্বয়ে দাঁড় করানো হল একটি  (চারকক্ষ বিশিষ্ট ঘর। মহান আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাসপ্রশংসা এবং হযরত মুহাম্মদ (:) এর উপর দরুদ পাঠের মাধ্যমে উক্ত ঘরের ভিত্তি গড়ে উঠল। যার নাম মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়। ইহাই মিজমিজি পাইনাদী অধ্যুষিত এলাকার একমাত্র রাজনীতিমুক্ত প্রথম প্রতিষ্ঠিত মাধ্যমিক বিদ্যালয়।

প্রতিষ্ঠার সময়কাল হল ১লা জানুয়ারি ১৯৯০ ইং ৩রা জামাদিউসসানি ১৪১০ হিজরী১৮ই পৌষ ১৩৯৬ বাংলারোজ সোমবার আট দশটি গ্রামের মতোই সম্মুখস্থ সবুজের সমারোহ প্রাকৃতিক দৃশ্য সেখানে তাকালেই চোখে ভেসে আসতো। তারই মাঝে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। এই ক্ষেত্রে নারায়ণগঞ্জ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনমাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহা পরিচালক মরহুম ডঃ মুজাম্মেল হক সাহেবের ঐকান্তিক প্রচেষ্ঠা উৎসাহ শ্রদ্ধার সঙ্গে স্মরণযোগ্য। এছাড়াও বিশিষ্ট শিক্ষানুরাগী এলাকার বাসিন্দাসম্মানিত অভিভাবকদের উদ্যোগে ৬ষ্ঠ শ্রেণিতে ১২৬৭ম শ্রেণিতে ৬৭৮ম শ্রেণিতে ৪৫ সহ সর্বমোট ২৩৮ জন ছাত্রছাত্রী নিয়ে ১২০,১৫(দৈর্ঘ্য প্রস্থ  কক্ষ বিশিষ্ট টিনের চৌচালা গৃহে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পিছনে মরহুম রেকমত আলী সাহেবের সন্তান নাতিগণ এলাকার গন্যমান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগের প্রতিসাড়া দিয়ে ৪০শতাংশ জমি দান করেন। তাহারা ভাবেন এলাকার ছেলেমেয়েরা অনেক দূরে গিয়ে লেখাপড়া করে। শিক্ষার আলো থেকে বঞ্চিত এতদ অঞ্চলের মানুষ যাতে সমাজে লেখাপড়া শিখতে পারে সেজন্য মরহুম রেকমত আলী সাহেবের নামে স্কুলের নাম করণের নিমিত্তে উক্ত জমি দান করেছিলেন। ১৯৯০ইং সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠাতাদাতাউদ্যোক্তাকর্মকর্তাবৃন্দপ্রধান শিক্ষকবৃন্দসহকারী প্রধান শিক্ষকবৃন্দশিক্ষকবৃন্দ কর্মচারীবৃন্দের অবদানত্যাগ সহযোগিতা চিরস্মরনীয় হয়ে থাকবে।

 

বিদ্যালয়ের প্রতিষ্ঠাকল্পে যারা মূল্যবান অবদান রেখে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন তাদের নামের তালিকা  মিজমিজি পাইনাদী রেকমত আলী মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালে জনাব মোঃ মুজিবুর রহমানকে আহবায়ক জনাব মোঃ আবুল কালাম আজাদকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট একটি বিশেষ কমিটি যা ইতিপূর্বে গঠন করা হয়েছেতাদের মধ্য থেকে যাদের ঐকান্তিক প্রচেষ্ঠা উদ্যোগ মুখ্য ভূমিকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় সে সকল ব্যক্তিবর্গের নামের তালিকা নিম্নরুপ

নাম পিতার নাম ঠিকানা

১। জনাব মোঃ মুজিবুর রহমান মৃতঃ হাজী রজব আলী মিজমিজি

২। জনাব মুহাম্মদ গিয়াস উদ্দিন মৃতঃ হাজী মুহাম্মদ আবুল হাশেম সিদ্ধিরগঞ্জ

৩। জনাব মোঃ আবদুর রহিম মেম্বর মৃতঃ জহির উদ্দীন পাইনাদী

৪। জনাব মোঃ আবুল কালাম আজাদ মৃত হাজী আবদুল লতিফ চৌধুরী মিজমিজি

৫। জনাব মরহুম গাজী ইসমাইল হোসেন মৃত মোঃ লাল চাঁন পাইনাদী

৬। জনাব মরহুম মোজাম্মেল হক মোজাফ্ফর মৃতঃ হাজী শুক্কুর আলী মিজমিজি

৭। জনাব মোঃ ইসহাক মিয়া মৃতঃ হাজী আঃ ছালাম মিজমিজি

৮। জনাব মোঃ আহ্সান উল্লাহ্ ইঞ্জিনিয়ার মৃত মোঃ রফিজ উদ্দিন মিজমিজি

৯। জনাব মরহুম আশ্রাব আলী মৃত কেরামত আলী মাতাবর পাইনাদী

১০। জনাব মরহুম আবুল হাসেম জুলহাস মৃত মোহাম্মদ ওমর আলী মিজমিজি

১১। জনাব মোঃ শহিদুল ইসলাম মৃত মোহাম্মদ দারোগা আলী বেপারী মিজমিজি

১২। জনাব মোঃ ফজলুল হক মৃত মোঃ বশির উদ্দিন মিজমিজি

১৩। জনাব মোহাম্মদ আমীর আলী মৃত মনসুর আলী মাতাবর পাইনাদী

১৪। মোহাম্মদ নাজিম উদ্দিন মৃত মনসুর আলী মাতাবর পাইনাদী

১৫। জনাব মোহাম্দ ইব্রাহীম মৃতঃ জমির আলী মাতবর পাইনাদী

১৬। জনাব মোহাম্মদ ইসরাফিল মৃতঃ জমির আলী মাতবর পাইনাদী

১৭। জনাব মরহুম হাবিব উল্লাহ মৃতঃ জমির আলী মাতবর পাইনাদী

১৮। জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম মৃতঃ জহির উদ্দীন পাইনাদী

১৯। জনাব মরহুম মোহাম্মদ ইউসুফ মিয়া মৃতঃ জহির উদ্দীন পাইনাদী

২০। জনাব মরহুম ডঃ মোজাম্মেল হকসাবেক মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর।

 

** বিদ্যালয়ের আজীবন দাতাবৃন্দের নামের তালিকা

নাম পিতার নাম ঠিকানা

১। জনাব মোঃ মজিবুর রহমান মৃতঃ হাজী রজব আলী মিজমিজি

২। জনাব মুহাম্মদ গিয়াস উদ্দিন মৃত হাজী মুহাম্মদ আবুল হাশেম সিদ্ধিরগঞ্জ

৩। জনাব মোঃ আবদুর রহিম মেম্বর মৃতঃ জহির উদ্দীন পাইনাদী

৪। জনাব মোঃ আবুল কালাম আজাদ মৃত হাজী আবদুল লতিফ চৌধুরী মিজমিজি

৫। জনাব মরহুম গাজী ইসমাইল হোসেন মৃতঃ মোঃ লাল চাঁন পাইনাদী

৬। জনাব মরহুম মোজাম্মেল হক মোজাফ্ফর মৃতঃ হাজী শুক্কুর আলী মিজমিজি

৭। জনাব মোঃ ইসহাক মিয়া মৃত হাজী আঃ ছালাম মিজমিজি

৮। জনাব মোঃ আহ্সান উল্লাহ্ ইঞ্জিনিয়ার মৃতঃ মোঃ রফিজ উদ্দিন মিজমিজি

৯। জনাব মরহুম আশ্রাব আলী মৃতঃ কেরামত আলী মাতাব্বর পাইনাদী

১০। জনাব মরহুম আবুল হাসেম জুলহাস মৃতঃ মোহাম্মদ ওমর আলী মিজমিজি

১১। জনাব মোঃ শহিদুল ইসলাম মৃতঃ মোহাম্মদ দারোগা আলী বেপারী মিজমিজি

১২। জনাব মোঃ ফজলুল হক মৃতঃ মোঃ বশির উদ্দিন মিজমিজি

১৩। জনাব মোহাম্মদ আমীর আলী মৃতঃ মনসুর আলী মাতাবর পাইনাদী

১৪। মোহাম্মদ নাজিম উদ্দিন মৃতঃ মনসুর আলী মাতাবর পাইনাদী

১৫। জনাব মোহাম্দ ইব্রাহীম মৃতঃ জমির আলী মাতবর পাইনাদী

১৬। জনাব মরহুম মোহম্মদ ইসরাফিল মৃতঃ জমির আলী মাতবর পাইনাদী

১৭। জনাব মরহুম হাবিব উল্লাহ মৃতঃ জমির আলী মাতবর পাইনাদী

১৮। জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম মৃতঃ জহির উদ্দীন পাইনাদী

১৯। জনাব মরহুম মোহাম্মদ ইউসুফ মিয়া মৃতঃ জহির উদ্দীন পাইনাদী

২০। জনাব মোঃ কামাল উদ্দিন মৃতঃ সাইজ উদ্দিন পাইনাদী

২১। জনাব ইউসুফ আলী মৃতঃ সুরুজ্জামান মুন্সী পাইনাদী

২২। জনাব ঈমান আলী মৃতঃ সুরুজ্জামান মুন্সী পাইনাদী

২৩। জনাব আবদুল লতিফ মৃতঃ মেরাজ উদ্দীন মুন্সী পাইনাদী

২৪। জনাব আহসান উল্লাহ মৃতঃ আবদুল খালেক মেম্বার পাইনাদী

২৫। জনাব ফজর আলী মৃতঃ আবদুল খালেক মেম্বার পাইনাদী

২৬। জনাব আশ্রাফ আলী মৃতঃ আবদুল খালেক মেম্বার পাইনাদী

২৭। জনাব আবু তালেব মৃতঃ মোহাম্মদ হোসেন মিজমিজি

২৮। জনাব মোঃ মুনসুর আলী মাস্টার মৃতঃ মোহাম্মদ ছায়েদ আলী পাইনাদী

২৯। জনাব গোলাম রাব্বানী মৃতঃ আলহাজ্ব মোহাম্মদ তোরাব আলী পাইনাদী

৩০। জনাব আব্দুল মতিন মাস্টার মৃতঃ হাফিজুদ্দীন শিমরাইল

৩১। জনাব মোঃ ছমির আলী মৃতঃ নাজিম উদ্দিন পাইনাদী

৩২। জনাব নূও মোহাম্মদ মৃতঃ হাজী চাঁন মিয়া বেপারী মিজমিজি

৩৩। মোঃ আনোয়ার ইসলাম মৃতঃ মফিজ উদ্দিন পাইনাদী

৩৪। জনাব হাজী ইউনুস মিয়া মৃতঃ মোহাম্মদ আব্দুল আজিজ পাইনাদী

৩৫। জনাব আহম্মদ উল্লাহ মোঃ আফাজ উদ্দিন পাইনাদী

৩৬। জনাব মোঃ মহিউদ্দিন মৃতঃ মোঃ আবেদ আলী মেম্বার মিজমিজি

৩৭। জনাব আবদুল কাদির খোকন জনাব আব্দুর রহিম মেম্বার পাইনাদী

৩৮। মোহাম্মদ গিয়াস উদ্দিন। পিতা: মৃত হাজী আবুল হাশেম

৩৯। মোঃ ইকবাল হোসেন। পিতা: মৃত মোঃ আমির আলী

৪০। মোঃ ইমরান হোসেন উজ্জল। পিতা মোঃ সিরাজুল ইসলাম

৪১। হাজী ওমর ফারুক। পিতা: মরহুম হাজী ইউনুছ মিয়া

আজীবন দাতা সদস্য ছাড়াও যাদের একান্ত ব্যক্তিগত প্রচেষ্ঠায় বিদ্যালয়টি আজ প্রতিষ্ঠার যে সোপানে পা রেখেছেন তাদের মধ্যে মরহুম ডঃ মহসীন আলীসহকারী পরিচালকমাধ্যমিক উপ-পরিচালকমাধ্যমিক উচ্চ মাধ্যমিকঢাকা অঞ্চলজনাব সৈয়দ শামসুল খাল্ক জিলা শিক্ষা অফিসার নারায়ণগঞ্জ এবং বিভিন্ন শিক্ষা অফিসের কর্মচারীবৃন্দদের অবদান কোন অংশেই কম নহে।

উপরোক্ত ব্যক্তিবর্গের জমিদানআর্থিক অনুদানআসবাবপত্রদানকঠোর শারীরিক পরিশ্রমের বিনিময়ে মূলত মিজমিজি পাইনাদী রেকমত আলী বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। এছাড়াও বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সময়ে উল্লেখিত ব্যক্তিবর্গসহ প্রায় দুইশতাধিক ব্যক্তিবর্গের প্রত্যক্ষ আর্থিক সাহায্য সহযোগিতা বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

 

বিশেষ দায়িত্ব অর্পন পালন  গত ১৫-১২-৮৯ইং তারিখের জরুরী সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠা কল্পে ৫১ (একান্নসদস্য বিশিষ্ট যে কমিটি গঠন করা হয়সে কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বিদ্যালয়ের প্রারম্ভিক নির্মাণকার্য্য ২৫-১২-৮৯ইং তারিখের মধ্যে সমাপ্ত করার জন্য এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম জানুয়ারি১৯৯০ইং তারিখ হতে শুরু করার জন্য  (পাঁচটি উপকমিটি গঠন করা হয়। কমিটি গুলোর পরিচয় সিদ্ধান্ত নিম্নরুপ

বিশেষ দায়িত্ব অর্পন পালনের সিদ্ধান্ত সমূহ ম্যানেজিং কমিটির ০৪ নং সিদ্ধান্তে অর্ন্তভূক্ত করা হয় এবং দায়িত্ব বণ্টন করা হয়।

/জনাব মোঃ ইসহাক মিয়াকে আহবায়ক করে একটি অর্থ সংগ্রহ উপ-কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে মোট ২৪ (চব্বিশজন সদস্য রাখা হয়। অর্থ সংগ্রহে প্রতিশ্রুত ব্যক্তিদের নিকট সকাল বিকাল দৌড়ঝাপ বিনামূল্যেবাকীতে আসবাবপত্র সংগ্রহপ্রতিদিন বিদ্যালয়ের খোঁজ খবর নেয়া প্রতিষ্ঠানটির প্রতি আন্তরিকতার বহি:প্রকাশ ঘটেছে।

/নির্মাণ উপকরণশিক্ষা উপকরণবেঞ্চটেবিল ইত্যাদি সংগ্রহের জন্য জনাব গাজী ইসমাইল হোসেনকে আহবায়ক করে  (তিনসদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। বিদ্যালয়ের উন্নয়ণকল্পে স্থানীয় সংসদ সদস্য কয়েকজন মন্ত্রীকে বিদ্যালয় ভিত্তিক অনুষ্ঠানে অতিথি করে আনয়ণ উল্লেখযোগ্য ঘটনা হিসেবে চিহ্নিত করা যায়।

/গৃহ নির্মাণ এবং বিদ্যালয়ের নির্মাণ কার্য্য সমাধানের জন্য জনাব আশ্রাব আলীকে আহবায়ক করে একটি  (চারসদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করা হয়। পার্শ্ববর্তী পুকুর হতে বিনামূল্যে বিদ্যালয়ের মাঠের জন্য মাটি সংগ্রহ এবং কৃচ্ছতার সাথে বিদ্যালয়ের গৃহ নির্মাণে শারীরিক পরিশ্রম এক অনন্য ঘটনা।

/বিদ্যালয়ের নামে জমি সংগ্রহরেজিষ্ট্রেশন এবং প্রয়োজনীয় বাকী জমির ব্যবস্থা করার জন্য জনাব আবুল হাশেম জুলহাসকে আহবায়ক করে  (সাতসদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। জমি সংগ্রহে জনাব আবদুর রহিম মেম্বারের মুখ্য ভুমিকা এখানে স্মরণযোগ্য। তিনি ১৯৮৮ সাথে ইউপি মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে অত্র অঞ্চলে একটি শিক্ষা প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা করেন।

/ছাত্র সংগ্রহভর্তি বিদ্যালয়ের যাবতীয় একাডেমিক দিক চালিয়ে যাওয়ার জন্য জনাব মোঃ আবুল কালাম আজাদকে আহবায়ক করে  (একসদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়। তিনি কমিটির পক্ষে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগ পূর্ব পর্যন্ত প্রধান শিক্ষকের যাবতীয় দায়িত্ব পালন করেন। তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হন। বিদ্যালয়ের প্রথম ব্যাচের এস.এস.সি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের কার্যক্রম নিজ বাসায় সম্পাদন করে শিক্ষার্থীদের প্রতি তার আন্তরিকতার অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিদ্যালয়ের স্বীকৃতিঅনুমতি প্রাপ্তি বিদ্যালয়টিকে সরকারী বিধি মোতাবেক পরিচালনার জন্য বিশেষ ভূমিকা পালন করেন।

 

** বিশেষ দায়িত্ব পালনঃ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ মজিবুর রহমানপ্রতিষ্ঠাতা সহ-সভাপতি জনাব মোঃ আবদুর রহিম প্রতিষ্ঠাকালীন অন্যান্য সদস্যদের বলিষ্ঠ নেতৃত্বে বিদ্যালয়টি একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। যার ফলশ্রুতিতে আজও আমাদের পেছনের দিকে তাকাতে হয়নি।

শিক্ষকদের বিশেষ সহযোগিতাঃ স্মরণযোগ্য যে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুভাষ চন্দ্র তরফদারসহকারী শিক্ষক আশরাফ আজিজ এবং অফিস সহকারী মোহাম্মদ আলী মামুন বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে সার্বিক সহযোগিতা করেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্নে জন শিক্ষককে নিয়ে লেখাপড়া শুরু করেন। শিক্ষকবৃন্দ হলেনযথাক্রমে জনাব মোহাম্মদ আলীনাসিমা খাতুনমোঃ রুহুল আমীন খানবাবু স্বপন কুমার গুহ। অর্থনৈতিক সংকটের কারণে উক্ত শিক্ষকবৃন্দ বিদ্যালয়ের সার্বিক কল্যাণার্থে ০৭ (সাতমাসের বেতন গ্রহণ করেননি। শিক্ষকদের দান অবশ্যই স্মরনীয় ঘটনা হিসেবে চিহ্নিত থাকবে। উক্ত শিক্ষকবৃন্দ বিদ্যালয়ের ঘন্টা পিটানো থেকে শুরু করে চিঠি বিলি করাপানিতে দাঁড়িয়ে ক্লাস করানো ছাড়াও বিদ্যালয়ের স্বার্থে এহেন কাজ নেই যে তারা করেননি। এছাড়াও পরবর্তী সময়ে বিদ্যালয়ের জমি ক্রয় উন্নয়ন কাজ করার লক্ষ্যে শিক্ষকগণ প্রায় ৫০,০০০/-(পঞ্চাশ হাজারটাকা এমপিও হতে দান করেন। এতে শিক্ষকদের মহৎ হৃদয়ের পরিচয় বহন করে।

উল্লেখ্য যে উপরে উল্লেখিত উপ-কমিটির সদস্যবৃন্দদের সার্বিকভাবে সহযোগিতা করে বিদ্যালয় পরিচালনার নিমিত্তে গঠিত ৫১ (একান্নসদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। বিদ্যালয় প্রতিষ্ঠায় বর্ণিত শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ যে আন্তরিকতার পরিচয় দান করেছেন। তার সাফল্যই আজকের প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি সে স্বাক্ষরই বহন করতেছে।

বিদ্যালয়ের প্রথম পরিচালনা আহবায়ক কমিটিউন্নয়ণ কমিটির সদস্যদের নামের তালিকা নিম্নরুপঃ

১। জনাব মোঃ মজিবুর রহমান ২। জনাব আহসান উল্লাহ ইঞ্জিনিয়ার

৩। জনাব আব্দুর রহিম মেম্বার ৪। জনাব হাজী আমির উদ্দিন

৫। জনাব আব্দুল আলী ৬। জনাব আবু তালেব

৭। জনাব মোজাম্মেল হক মোজাফ্ফর ৮। জনাব মোঃ ইসহাক মিয়া

৯। জনাব আবুল হাসেম জুলহাস ১০। জনাব মোঃ আবুল কালাম আজাদ

১১। জনাব গাজী ইসমাইল হোসেন ১২। জনাব শহিদুল ইসলাম

১৩। মোঃ মুসলীম ১৪। জনাব আঃ বারেক মেম্বার

১৫। জনাব মোঃ বাদল হোসেন ১৬। জনাব আঃ মতিন

১৭। জনাব আশ্রাব আলী মেম্বার ১৮। জনাব নুরুল হক মাষ্টার

১৯। জনাব জাহাঙ্গীর আলম ২০। মোঃ ছমির আলী মুন্সি

২১। জনাব আঃ আউয়াল ২২। জনাব মজিবুর রহমান মজি

২৩। জনাব নুরুল ইসলাম ২৪। জনাব তাহের আলী মেম্বার

২৫। জনাব বাদশা মিয়া ২৬। জনাব হাজী মোন্তাজ আলী

২৭। জনাব সিরাজুল ইসলাম ২৮। জনাব নাজিম উদ্দিন

২৯। জনাব সুবেদ আলী মাষ্টার ৩০। জনাব আবুল কাশেম

৩১। জনাব মোঃ ফজলুল হক ৩২। জনাব খবির উদ্দিন আহমদ

৩৩। জনাব আঃ রব ৩৪। জনাব আঃ গাফ্ফার

৩৫। জনাব মোঃ মোতালিব ৩৬। জনাব ফরহাদ হোসেন

৩৭। জনাব আলী আকবর ৩৮। জনাব আলমগীর হোসেন

৩৯। জনাব আশ্রাব আলী ৪০। জনাব আলমগীর হোসেন

৪১। জনাব গোলজার হোসেন ৪২। জনাব আবু তাহের

৪৩। জনাব মোখতারুজ্জামান ৪৪। জনাব মিসির আলী

৪৫। জনাব আব্দুর রশিদ ৪৬। জনাব মোঃ মোস্তফা

৪৭। জনাব মোঃ মোতালেব হোসেন ৪৮। জনাব আঃ জাব্বার

৪৯। জনাব মোঃ কফিল উদ্দিন আহমেদ ৫০। জনাব মোঃ মুনছুর আলী মাষ্টার

৫১। জনাব মোহাম্মদ আলী।

বিদ্যালয়ের স্বীকৃতি প্রসঙ্গে

১। বিদ্যালয়টি ০১/০১/১৯৯০ইং তারিখ হতে নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্থাপনের পূর্বানুমতি লাভ করেস্বীকৃতি পত্রের স্মারক নংনারা-১০৫/৩০৩৮/৩ক তারিখ২৩/০৬/১৯৯০ইং।

২। বিদ্যালয়টি০১/০১/১৯৯০ইং তারিখ হতে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে  (একবৎসরের জন্য প্রথম একাডেমিক স্বীকৃতি লাভ করে। স্বীকৃতি পত্রের স্মারক নং নারা-১০৫/৬০২৬/ তারিখ-০৭/০৮/১৯৯০ইং।

৩। বিদ্যালয়টি০১/০১/১৯৯০ইং তারিখহতে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে একাডেমিক স্বীকৃতি লাভ করে। স্বীকৃতি পত্রের স্মারক নং৯৩৮১/- তারিখ০১/০৭/১৯৯০ইং।

৪। বিদ্যালয়টি০১/০১/১৯৯১ইং তারিখ হতে নবম শ্রেণী খোলার অনুমতি লাভ করে। স্বীকৃতি পত্রের স্মারক নং-১৭৫(তারিখ১২/০২/১৯৯১ইং।

৫। বিদ্যালয়টি ০১-০১-১৯৯২ইং শিক্ষা বর্ষ হতে প্রথম স্বীকৃতি লাভ করে। স্বীকৃতি পত্রের স্মারক নং-অ৩৮৭ (নার ২০৮০ তারিখ০৯-০৩-১৯৯৪ ইং।

৬। বিদ্যালয়টি ০১-০১-২০০৬ইং তারিখ হতে কারিগরি শিক্ষা বোর্ড এর এসএস.সি ভোকেশনাল কোর্সের স্বীকৃতি লাভ করে। স্বীকৃতি পত্রের স্মারক নং কাকশিবো/ (ভোক)২০০৫/৩৫ তারিখ ২৮-১২-২০০৫ খ্রিঃ।

 

বিষয় সমূহ খোলার স্বীকৃতি

(বিদ্যালয়টি ০১/০১/২০০৩ইং শিক্ষাবর্ষ হতে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা শাখা খোলার অনুমতি লাভ করে। স্বীকৃতি পত্রের স্মারক নং-৩৮৭()/ নার/৭৮৬৬ তারিখ০৫/০২/২০০৩ইং।

(বিদ্যালয়টি ০১/০১/২০০৬ইং তারিখ হতে কম্পিউটার বিভাগ খোলার অনুমতি লাভ করে।স্বীকৃতি পত্রের স্মারক নং--৩৮৭ (নার৪০৯১ তারিখ২১/০৮/২০০৬ইং।

(বিদ্যালয়টি ০১/০১/২০১০ইং তারিখ হতে কৃষি শিক্ষা গার্হস্থ্য অর্থনীতি শিক্ষা বিষয় খোলার অনুমতি লাভ করে। স্বীকৃতি পত্রের স্মারক নং-/৩৮৭()নার/৩৪১৪ তারিখ-১২/০৭/২০১০ইং।

(বিদ্যালয়টি ২৯/০১/২০১২ইং তারিখ হইতে ডাবল শিফট খোলার অনুমতি লাভ করে। সূত্রশিক্ষা মন্ত্রনালয়ের ২৮//২০১১ তারিখের শিম/শাঃ ১১/()৯৯/৩৪২২ স্মারক নং মোতাবেক এবং স্মারক নং /৩৮৭ (নার৫২৬৫ তারিখ ৩০/০১/২০১২ইং

বিদ্যালয়ের এম.পি..ভুক্তি

১। বিদ্যালয়টি ০১/০৭/১৯৯৩ইং তারিখ হতে প্রথম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এম.পি. ভুক্ত হয়। এম.পি. ভুক্তির স্মারক নং১৩৮০৫/৬০০- তারিখ-১৮/১০/১৯৯৩ইং।

২। বিদ্যালয়টি ০১/০৬/২০১০ইং তারিখ হতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস ট্রেডের এম.পি.ভুক্ত হয়। স্মারক নংশিম/শা-১৩/এমপিও-১২/২০০৯/২০৯ তারিখ৩১ মে ২০১০১৭ জৈষ্ঠ ১৪১৭ বঙ্গাব্দ।

৩। বিদ্যালয়টি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেডের এমপিও ভূক্তি লাভ তারিখ : ০১-০৫-২০১৪ইং

নিরীক্ষা প্রতিবেদন পরিচালকপরিদর্শন নিরীক্ষণ অধিদপ্তরশিক্ষা মন্ত্রনালয়ঢাকা এর স্মারক নং ডি/আই//অডিট ২০৫ (১০)সি -১৮/১৮২৬ তারিখে /১১৯৯১ঈ কে দেব এন্ড কোং চার্টাড এ্যাকাউন্ট্যান্টস মতিঝিল সি/ অনুসারে ৩০শে জুন ১৯৯০ ইং তারিখ পর্যন্ত বিদ্যালয়ের যাবতীয় রেকর্ড পত্র আর্থিক বৎসরের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা কার্য সম্পাদন করিয়াছে।

 

বিদ্যালয় ভবন নির্মাণ সংক্রান্ত তথ্য-

১। শিক্ষা মন্ত্রনালয়ের ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট নারায়ণগঞ্জ জোন কর্তৃক বিদ্যালয়ের উত্তর পাশের প্রটোটাইপ তিনকক্ষ বিশিষ্ট একতলা ভবন নির্মাণ করা হয়। নির্মাণকাল১৯৯৪-১৯৯৫ইং পর্যন্ত। যার নির্মাণ কাজের দরপত্র বিজ্ঞপ্তি দৈনিক ইনকিলাব পত্রিকায় গত ২১/১১/১৯৯৪ইং তারিখে প্রকাশিত হয়। যার প্রাক্কলিত মূল্য ধার্য্য করা ছিল ,৮১,৬৬৭/- (সাত লক্ষ একাশি হাজার ছয়শত উনসত্তরটাকা মাত্র।

২। শিক্ষা মন্ত্রনালয়ের ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট নারায়ণগঞ্জ জোন কর্তৃক সরকারী অর্থায়নে বিদ্যালয়ের পশ্চিম পাশে নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ণ (সরকারী বেসরকারী)” পূর্নবাসন প্রকল্পের অধীনে তিনকক্ষ বিশিষ্ট একতলা ভবন নির্মাণ করা হয়। নির্মাণ কাল২০০১-২০০২ইং পর্যন্ত। যার নির্মাণ কাজের দরপত্র বিজ্ঞপ্তি ২৬/০৭/২০০৭ইং তারিখে দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত হয়। যার প্রাক্কলিত মূল্য ধার্য্য করা হয়েছে ১৭,৫০,০০০/- (সতের লক্ষ পঞ্চাশ হাজারটাকা মাত্র।

৩। বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের পশ্চিম পাশের তিনকক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন নির্মিত হয়। নির্মাণ কাল১৫/১২/২০০৫০৯/০৮/২০০৮ইং সাল পর্যন্ত। উক্ত ভবন নির্মাণে ব্যয় হয়েছে ,৬৬,৮৯৬/- (সাত লক্ষ ছেষট্টি হাজার ছয়শত ছিয়ানব্বইটাকা মাত্র।

৪। বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের উত্তর পাশের তিনকক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন সিঁড়িসহ নির্মিত হয়। নির্মাণ কাল০৯/০৮/২০০৮২৭/০৬/২০০৯ইং সাল পর্যন্ত। উক্ত ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১০,৬৯,৩২৫/- (দশ লক্ষ উনসত্তর হাজার তিনশত পঁচিশটাকা মাত্র।

৫। বিদ্যালয়ের উত্তর পশ্চিম কোনাকোনি ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মিত হয়। নির্মাণকাল০৯/০৮/২০০৮ইং২০/০২/২০০৯ইং পর্যন্ত।

৬। শিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরনারায়ণগঞ্জ জোন কর্তৃক সরকারী অর্থায়নে বিদ্যালয়ের দক্ষিণ পাশে তিনকক্ষ বিশিষ্ট একতলা ভবন নির্মাণ করা হয়। নির্মাণকাল৩১/০৮/২০০৮-৩১/১২/২০১১ইং পর্যন্ত। যার নির্মাণ কাজের দরপত্র বিজ্ঞপ্তি ২১-০৩-২০০১ ইং তারিখে দৈনিক মানব জমিন পত্রিকায় প্রকাশিত হয়। যার প্রাক্কলিত মূল্য ধার্য্য করা হয়েছে ১৭৫০০০০ টাকা সতেরো লক্ষ্য পঞ্চাশ হাজার টাকা ), পরে তাহা বৃদ্ধি করে ধার্য্য করা হয় ৪০,০০,০০০/- (চল্লিশ লক্ষ টাকা মাত্র)

৭। শিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরনারায়ণগঞ্জ জোন কর্তৃক সরকারি অর্থায়নে বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে ছয়তলা ভিত্তিপ্রস্তর সম্বলিত একতলা ভবন নির্মানের সিদ্ধান্ত হয়। জুন,২০১৭ইং হতে জুলাই ২০১৮ইং পর্যন্ত। যার নির্মাণ কাজের দরপত্র বিজ্ঞপ্তি ১০/০১/২০১৭ইং তারিখে দৈনিক ভোরের ডাক পত্রিকায় প্রকাশিত হয়। যার প্রাক্কলিত মূল্য ধার্য্য করা হয়েছে ৭৫,৭১,০৯১/- (পচাত্তর লক্ষ একাত্তর হাজার একানব্বইটাকা মাত্র।

৮। বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের পশ্চিম পাশে তিনকক্ষ বিশিষ্ট তিনতলা ভবন সিঁড়িসহ নির্মাণ করা হয়। নির্মাণকাল শুরু ১৮/০১/২০১২ইং হইতে

 অডিটরিয়াম ভবন  নিচতলা নির্মানঃ
তারিখ ০৭-১০-২০১৩ইং হইতে ০৫-০৪-২০১৪ইং পর্যন্ত।

 অডিটরিয়ামের উপর দ্বিতল ভবন নির্মানঃ
তারিখ ২৮-০৬-২০১৪ইং হইতে ২৭-১২-২০১৪ইং পর্যন্ত।

 অডিটরিয়ামের উপর ত্রিতল ভবন নির্মানঃ
তারিখ ২৮-১২-২০১৪ ইং  হইতে ৩১-১২-১৫ ইং পর্যন্ত।
উক্ত ভবন নির্মাণে প্রায় ব্যয় হয়েছে ৪৯০০০০০ টাকা ঊনপঞ্চাশ লক্ষ্য টাকা মাত্র )

৯। বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে উত্তর পশ্চিম কোনাকুনি তিনকক্ষ বিশিষ্ট তিনতলা ভবন সিঁড়িসহ নির্মাণ করা হয়। নির্মাণকাল০৮/০৫/২০১০-১৫/০১/২০১১ইং পর্যন্ত। উক্ত ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩২০০০০০ টাকা - (বত্রিশ লক্ষ্য টাকা মাত্র)

এস.এসস্টীল দিয়ে বিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার নির্মাণ২৮/০৬/২০১৪ইং।
১০। বিদ্যালয়ের পশ্চিম দক্ষিণ কোনা কোনি ক্যান্টিন নির্মাণ শুরু হয় ০২-০২-২০২২, সনে শেষ হয় ২০২২ ইং সনের জুলাই মাসে। উক্ত কাজে ব্যয় হইয়া আছে সর্বমোট ২০,০০০০০ (বিশ লক্ষ) টাকা।
১১। বিদ্যালয়ের পূর্ব দক্ষিণ কোনাকুনি ক্যান্টিনের উপর আধুনিক নামাজ ঘর নির্মাণ আরম্ভ করা হয় ০১-১০-২০২২ ইং, তারিখে শেষ ০৩-০৩-২০২৩ ইং তারিখে উক্ত কাজে মোট খরচ হইয়াছে ১০,০০০০০ (দশ লক্ষ) টাকা

 

wgRwgwR cvBbv`x †iKgZ Avjx D”P we`¨vj‡qi bv‡g wewfbœ mgq miKvi KZ…©K eivÏK…Z Aby`v‡bi eb©bv-

(01) MYcÖRvZš¿x evsjv‡k miKvi wkÿv ms¯‹…wZ hye µxov gš¿bvj‡qi (ev‡RU kvLv) Gi cÎ bs kvt3/1wR-5/90/408 ZvwiL 27/4/91 Abyhvqx wgRwgwR cvBbv`x †iKgZ Avjx D”P we¨vjq‡K GKKvjxb 50,000/- (cÂvk nvRvi) UvKv Avw_©K gÄyix cÖ`vb Kiv nq| D³ gÄyix cÖ`v‡bi ¯§viK bs wm,G,I/wkÿv/Bwc-1/A_©/AvDUv/219/1ZvwiL 26/05/1991| D³ UvKvi e¨q h_vh_ nIqvq me© m¤§wZµ‡g Aby‡gvw`Z nq| Aby‡gv`‡bi ZvwiL-  29/07/1992Bs|

(02) Dc‡Rjv wbe©vnx Awdmvi bvivqYMÄ m`i Gi ¯§viK bs D‡R/6-3/91-17 ZvwiL 8-1-92Bs †gvZv‡eK wgRwgwR cvBbv`x †iKgZ Avjx D”P we`¨vj‡qi bv‡g 50,000/- (cÂvk nvRvi) UvKv eivÏ †`Iqv nq| D³ UvKv miKvix weavb Abymv‡i h_vh_fv‡e e¨q Kiv nq|

 (03) MYcÖRvZš¿x evsjv‡k miKv‡ii gvbbxq RvZxq msm m`m¨ bvivqYMÄ 04 †Rjv cwil‡i gva¨‡g m~Î bs 4/we¨v10/18-07-94Bs ‡gvZv‡eK wgRwgwR cvBbv`x †iKgZ Avjx D”P we`¨vj‡qi DbœqYg~jK Kv‡Ri Rb¨ 10,000/- (k) nvRvi UvKv eivÏ cÖ`vb K‡ib| D³ UvKv we¨vj‡qi Dbœq‡b h_vh_fv‡e e¨q Kiv nq| D³ KvR hveZxq Avw_©K wewaweavb I wbqg †g‡b e¨q Kiv n‡q‡Q|

(04) ‡Rjv cwil` bvivqYMÄ Gi ¯§viK bs 739(17)‡Rc-bvtMÄ/95 ZvwiL 25-06-95Bs c‡Îi Av‡jv‡K gvbbxq msm` m`‡m¨i mycvwi‡ki Av‡jv‡K wgRwgwR cvBbv`x †iKgZ Avjx D”P we`¨vj‡qi Dbœq‡bi Kv‡R 5,000/- (cvuP nvRvi) UvKv eivÏ †Iqv nq| D³ eivÏ Øviv we¨vj‡qi  Dbœqbg~jK KvR h_vixwZ miKvix wbqg AbymiY K‡i m¤úbœ Kiv nq|

(05) wk¶v gš¿bvj‡qi ¯§viK bs Gd,wWGb,‡RW, ZvwiL 19/3/97 †gvZv‡eK wgRwgwR cvBbv`x †iKgZ Avjx D”P we`¨vj‡qi bv‡g 55,490/- (cÂvbœ nvRvi PvikZ beŸB) UvKv eivÏ †Iqv nq| hvnv miKvix DbœqY AbymiY K‡i we¨vj‡qi Dbœqb Kv‡R e¨q Kiv nq|

 (06) gnv- cwiPvjK, gva¨wgK I D”P wk¶v Awa`ßi, XvKv mv‡n‡ei ¯§viK bs mnKvix mwPe ZvwiL wk¶v gš¿bvjq ¯§viK bs  wkgkv-31 wR-21/97(Ask-1)442 Zvs 30/04/98Bs †gvZv‡eK wgRwgwR cvBbv`x †iKgZ Avjx D”P we`¨vj‡qi bv‡g 35,000/- (cqwÎk nvRvi) UvKv eivÏ †Iqv nq| hvnv miKvix wewa AbymiY K‡i we¨vj‡qi Dbœqb Lv‡Z e¨q Kiv nq| GB A_© eZ©gvb A_© erm‡ii (1997/98) ev‡R‡Ui 137 wk¶v- 4(10) †givgZ I msiÿ‡Yi Rb¨  eivÏ Lv‡Zi Aax‡b †emiKvix gva¨wgK I D”P gva¨wgK DcLvZ n‡Z †gUv‡bv nq|

  (07) ‡Rjv wk¶v Awdmvi bvivqYMÄ Gi ¯§viK bs 35wW/261/eb¨v-98/137(571) cwiKíbv, ZvwiL 19-10-98 Bs cÎ †gvZv‡eK  wgRwgwR cvBbv`x †iKgZ Avjx D”P we`¨vjqwU eb¨vq ¶wZM«¯’ nIqvi Kvi‡Y †givgZ I ms¯‹vi Kivi Rb¨ 35,000/ (cqwÎk nvRvi) UvKv eivÏ †`Iqv nq| D³ UvKv miKvix wewa AbymiY K‡i h_vh_fv‡e e¨q Kiv nq|

(08) MYcÖRvZš¿x evsjv‡k miKvi wkÿv gš¿bvj‡qi ¯§viK bs kvt6/eb¨vt ÿtcybt /1/98/419/1(8)wkÿv. ZvwiL 13/10/1998Bs cÎ †gvZv‡eK AÎ we¨vj‡qi †givgZ ms¯‹vi I c~b©evmb Kv‡Ri Rb¨ miKvi 35,000/- (cquwÎk nvRvi) UvKv gÄyi Kwiqv‡Qb| hvnv mywbw`©ó I wba©vwiZ cÖv°jb Abyhvqx h_vh_ e¨q Kiv n‡q‡Q| D³ e¨q Aby‡gv`‡bi ZvwiL 04/01/1999Bs|

 (09) ¯’vbxq miKvi c«‡KŠkj Awa`ßi Dc- cÖ‡KŠkjxi Kvh©vjq bvivqYMÄ m`i Gi ¯§viK bs GjwRBwW/Dtc«t/ bv-m 2004I ¯§viK bs GjwRBwW/wbtcÖt/bvtMÄ/B-71/2003/3289 ZvwiL 23012-2003Bs †gvZv‡eK M«vgxb AeMvVv‡gv Dbœq‡b gvwUi KvR kxl©K c«K‡íi Aax‡b 50,000/ (cÂvk nvRvi)UvKv wgRwgwR cvBbv`x †iKgZ Avjx D”P we`¨vj‡qi bv‡g eivÏ cÖ`vb Kiv nq| D³ eivÏ h_vh_ miKvix weavb Abymi‡Y e¨q Kiv nq|

(10) ‡Rjv cwil` Kvh©vjq bvivqYMÄ Gi ¯§viK bs 7mvt cÖt2003-2004/250(100) ZvwiL 29-08-2004Bs †gvZv‡eK wgRwgwR cvBbv`x †iKgZ Avjx D”P we`¨vj‡qi bv‡g 10,000/ (`k nvRvi) UvKv eivÏ †`Iqv nq| D³ eivÏ Øviv DbœqYg~jK KvR myôfv‡e m¤úbœ Kiv nq|

 

 

(11)  MYcÖRvZš¿x evsjv‡k miKvi wkÿv gš¿bvj‡qi ¯§viK bs wkÿv 3/1wR-11/2006/951 ZvwiL 18/10/2006 †gvZv‡eK PjwZ 2006-2007 A_© eQ‡i Abybœqb ivR¯^ ev‡R‡Ui Ò 3-2501-0001-6820Ó wkÿv DcKiY Lv‡Z wgRwgwR cvBbv`x †iKgZ Avjx D”P we¨vjq‡K 20,000/- wek nvRvi UvKv gÄyix Kwiqv‡Qb| D³ UvKv h_vh_ wbqg †g‡b e¨q Kiv n‡q‡Q|

 (12) MYcÖRvZš¿x evsjv‡k miKvi ¯§viK bs gvDwk/cwi/eb¨v-2007/337/08/453(12) ZvwiL 06-02-2008Bs ZvwiL KZ©„K 2007 mv‡ji eb¨vq ÿwZMÖ¯’ wkÿv cÖwZôvb †givgZ, ms¯‹vi I c~b©evmb kxl©K cÖK‡íi Aax‡b wgRwgwR cvBbv`x †iKgZ Avjx D”P we¨vj‡qi Rb¨ 1,00,000/-(GK jÿ)  UvKv gÄyix cÖ`vb Kwiqv‡Qb| hvnv h_vh_fv‡e e¨q nBqv‡Q Ges cÖ‡R± KwgwU KZ©„K Aby‡gv`b  Kiv nBqv‡Q|

(13) wk¶v gš¿bvj‡qi ¯§viK bs BBwW/ Gb‡RW/BwRwc/GBP Gbdi/dvi/07/09/125/2016-17 †gvZv‡eK AvmevecÎ mieiv‡ni D‡Ï‡k¨ 4,39,000/- (Pvi j¶ DbPwj­k nvRvi) UvKv wgRwgwR cvBbv`x †iKgZ Avjx D”P we`¨vj‡qi bv‡g eivÏ †Iqv nq| hvnv wVKv`vi KZ©…K we¨vj‡qi bv‡g nvB †e 45wU, †jv †e 45wU, wk¶K †Uwej 3wU, wk¶K †Pqvi 3wU, I Avjwgiv 1wU mieivn K‡ib| hvnvi gvb I ¸Yv¸Y m‡šÍvlRbK nIqvq Dnv we`¨vjq KZ©…c¶ 17-06-2017 Zvwi‡L M«nY Kivi Kvh©v‡k c«`vb Kiv nq| D³ AvmevecÎ wewa Abymi‡b we¨vjq‡K h_vmg‡q eywS‡q †`Iqv nq|

 (14) wk¶v c«‡KŠkj Awa`߇ii ¯§viK bs BBwW/ †W¯‹-1/ivR¯^/ 10786(11) ZvwiL 10-05-2018 wL«t †gvZv‡eK 2017-2018 A_© eQ‡i wk¶v c«‡KŠkj Awa`߇ii AbyK~‡j Ò 3-2571-0000-6821 AvmevecÎ µ‡qi Rb¨ 4,39,000/- (Pvi j¶ DbPwjøk nvRvi) UvKv wgRwgwR cvBbv`x †iKgZ Avjx D”P we`¨vj‡qi bv‡g eivÏ †Iqv nq| hvnv we¨vj‡qi Rb¨ AvmevecÎ, †e (nvB I †jv), †Pqvi †Uwej ‰Zwi‡Z h_vh_ miKvix wbqg AbymiY K‡i wVKv`vi we`¨vj‡qi Rb¨ mieivn K‡i|

 (15) wmw×iMÄ †cŠimfvi †cŠi c«kvmK Ave`yj gwZb c«avb 15 †Rvov nvB I †jv †e gÄyix wn‡m‡e wgRwgwR cvBbv`x †iKgZ Avjx D”P we`¨vjq‡K c«vb K‡i| hvnv 01-09-2019Bs Zvwi‡L we¨vjq eywS‡q cvq|

  (16) m~Ît wk¶v gš¿bvjq, gvDwk wefv‡Mi ¯§viK bs 37.07.0000.083.20.008.16-303, ZvwiL 24-06-2019 wL«t †gvZv‡eK Ges 2018-2019Bs A_© erm‡i †emiKvix wk¶v c«wZôvb †givgZ I c~Y©evmb (‡KvW bs 1250301-120001601-3258108) Kg©m~wPi AvIZvq wgRwgwR cvBbv`x †iKgZ Avjx D”P we`¨vj‡qi bv‡g m`vkq miKvi evnv`yi 10,00,000/- (k j¶) UvKv eivÏ cÖ`vb K‡ib| hvnv miKvix wewa AbymiY K‡i we¨vj‡qi DbœqY Lv‡Z e¨q Kiv nq| hvnvi KvR 2018/2019 mv‡j m¤úbœ nq|

 (17) wk¶v gš¿bvjq, gvDwk wefv‡Mi ¯§viK bs 123/BBwW/ Gb †R‡W/2021-2022/2583/11 ZvwiL 02-06-2022Bs †gvZv‡eK wgRwgwR cvBbv`x †iKgZ Avjx D”P we`¨vj‡qi bv‡g 11,40,000/- (GMvi j¶ Pwjøk nvRvi) UvKv †givgZ I ms¯‹vi Kv‡Ri Rb¨ eivÏ †`Iqv nq Ges  2022 mv‡ji Ryb gv‡mi g‡a¨ mgvß Kivi Av‡`k †`Iqv nq| D³ KvR miKvix wewa Abymi‡b mym¤úbœ Kiv nq| hvnv 09-06-2022mv‡j mgvß Kiv nq|

 (18) wk¶v gš¿bvj‡qi wk¶v c«‡KŠkj Awa`߇ii ¯§viK bs 18/BB‡Z bvi 2023-24-24/2376 ZvwiL 30-05-2024‡gvZv‡eK m~Î bs BBwW/bvi/B-wRwc/5974-GmGBP BwW/23-24/13 Gi Av‡jv‡K wgRwgwR cvBbv`x †iKgZ Avjx D”P we`¨vjq‡K 20,00,000/- (wek j¶) UvKv †givgZ I ms¯‹vi Kv‡R eivÏ †Iqv nq| D³ UvKvq miKvix wb‡©kbvi Av‡jv‡K h_vh_fv‡e Kvh©vw` m¤úbœ Kiv nBqv‡Q|

বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নির্বাচনী বোর্ড :

বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে ৩১/০১/১৯৯০ইং তারিখে প্রথম নিয়োগ সাক্ষাৎকারের মাধ্যমে ০৪ (চারজন শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রদান করা হয়। উক্ত নিয়োগ উপ কমিটি সদস্য পদ যারা অলংকৃত করেন তাদের নামের তালিকা নিন্মরূপঃ

১। জনাব মুহাম্মদ গিয়াস উদ্দিন ২। জনাব মোঃ মজিবুর রহমান

৩। জনাব মোঃ আহসাল উল্লাহ ইঞ্জিনিয়ার ৪। মোঃ ইসহাক মিয়া

৫। জনাব মোঃ আবুল কালাম আজাদ ৬। জনাব গাজী ইসমাইল হোসেন

৭। জনাব আবদুর রহিম মেম্বার ৮। জনাব মোঃ ফজলুল হক

৯। জনাব আবুল হাশেম জুলহাস ১০। জনাব খবির উদ্দিন আহমেদ

১১। জনাব এস.এম হাসানুজ্জামান ১২। জনাব মোঃ ওবায়দুর রহমান

১৩। জনাব এম আজিজ

নিয়োগ নির্বাচনী বোর্ড সাক্ষাৎকারের মাধ্যমে সাময়িক ভাবে প্রথম ০৪ (চারজন শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করেন। উক্ত শিক্ষকশিক্ষিকাদের নামের তালিকা নিন্মরূপ।

১। বাবু স্বপন কুমার গুহসহকারী শিক্ষকগণিত

২। জনাব নাছিমা খাতুনসহকারী শিক্ষকবাংলা

৩। জনাব রুহুল আমীন খানসহাকারী শিক্ষকবাংলা

৪। মোহাম্মদ আলীসহকারী শিক্ষকইসলাম শিক্ষা

প্রতিষ্ঠা লগ্নে বিদ্যালয়ের ছাত্রসংখ্যা বেতনের হার :

৮ম শ্রেণী ৪৪ জন বেতনের হার ২৫.০০ টাকা

৭ম শ্রেণী ৬৭ জন বেতনের হার ২০.০০ টাকা

৬ষ্ঠ শ্রেণী ১২৬ জন বতেনরে হার ১৫.০০ টাকা।

মোটছাত্র/ছাত্রী ২৩৭ জন।

উপসংহারঃ লেখাটি একটি স্মৃতিচারণমূলক লেখা। একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে অনেক ত্যাগ তিতিক্ষা, হাসি-কান্না জড়িয়ে থাকে, তার বিস্তারিত বর্ণনা এই নিবন্ধে উল্লেখ করা সম্ভব হয় নাই। সময়ের সল্পতার দরুন পরিপূর্ণ ইতিহাস প্রকাশ পায় নাই। তাৎক্ষণিকভাবে হাতের কাছে যে সব তথ্য পাওয়া গেছে স্মরণ করা গেছে তাই লিপিবদ্ধ করা হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য পরিশ্রম করে যারা জীবিত অবস্থায় আছে তাদের দীর্ঘায়ু কামনা করি এবং যারা প্রয়াত হয়েছেন মরহুম রেকমত আলী সাহেব সহ তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে অনেক স্মৃতি মাথায় রেখে এবং ভবিষ্যতে মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের একটি পূর্ণাঙ্গ ইতিহাস নিবন্ধিত করার স্বপ্ন দেখে লেখার সমাপ্তি টানছি।

 

আল্লাহ হাফেজ